চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, আল্লাহর ভয় বা আল্লাহকে জবাবদিহিতার মানসিকতা রাজনৈতিক নেতাদের সৎ পথে টিকিয়ে রাখে। একজন খোদাভীরু লোক চাইলেও জনগণের হক মেরে দিতে পারেনা। সরকারী অনুদান জনগনকে না দিয়ে নিজের ঘরে গুদামজাত করতে পারেনা।
তিনি আরও বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহভীরু সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দেশের মধ্যে শান্তি ফিরে আসবে।
ডবলমুরিং থানাধীন ২৭ দক্ষিণ আগ্রাবাদ এমারতের সি ডি এ সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে উদ্যোগে এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৭ দক্ষিণ আগ্রাবাদ এমারতের আমীর জনাব মজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ১১ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী জনাব শফিউল আলম, ডবলমুরিং থানা জামায়াতের আমীর ও নগর শুরা সদস্য জনাব ফারুকে আযম, থানা এসি সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম, থানা শুরা ও কর্মীপরিষদ সদস্য জনাব বেলায়াত হোসেন এফ সি এ, ৩৭ মুনিরনগর জামায়াতের আমীর জনাব ফিরোজ আহমদ, ২৭ দক্ষিণ আগ্রাবাদ প্রশাসনিক ওয়ার্ডের এসি. সেক্রেটারি জনাব কাজী মোরশেদ আলম, জাম্বুরি ওয়ার্ড সভাপতি শামীম আযাদ, হাসপাতাল ওয়ার্ড সভাপতি খাজা মাঈনুদ্দীন শামীম, বিশিষ্ট সমাজ সেবক জনাব মজিবুর রহমান, সি জি এস কলোনি জামে মসজিদের খতীব মুফতী আবু হানিফা মুহাম্মদ নোমান, গেজেটেট কলোনি জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আবুল বশর।
জনাব শফিউল আলম বলেন, কোরআন নাজিলের কারণেই রমজানের এত গুরুত্ব। কোরআনের ভিত্তিতে গঠিত সমাজই প্রকৃত তাকওয়া-ভিত্তিক সমাজ। কুরআনের সমাজ প্রতিষ্ঠিত হলে শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠবে।
ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের গরিব-দুঃখীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এই সময় আরও উপস্থিত ছিলেন ডা: আক্তার ফারুক, বেলাল হোসেন আজহার উদ্দিন প্রমুখ।