জীবনের সব ক্ষেত্রে আল্লাহর ভয় নিয়ে কাজ করতে হবে: পরিবেশবিদ নজরুল ইসলাম

২২ মার্চ বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ডবলমুরিং থানার ২৭ দক্ষিণ আগ্রাবাদ প্রশাসনিক ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড আমীর জনাব মজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জনাব হায়দার আলীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর, বিশিষ্ট পরিবেশবিদ জনাব মোঃ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কর্মীদের ৫টি কাজ যথাযথ ভাবে করতে হবে অধ্যায়নের ব্যাপারে সিরিয়াস মান অনুসরণ করতে হবে। অনুশীলন নিয়ে তিনি বলেন, নামাজ থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর ভয় নিয়ে কাজ করতে হবে। আত্মপর্যালোচনার মাধ্যমে নিজের হিসাব নিজে করে মান উন্নয়ন করতে হবে।

দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে নজরুল ইসলাম বলেন, ৩৬ জুলাই রক্ষা করার জন্য সদা তৎপর হতে হবে পাশাপাশি নির্বাচনি কাজকেও এগিয়ে নিতে হবে।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর মজলিশে সূরার সদস্য ও ডবলমুরিং থানার আমীর জনাব মোঃ ফারুক আযম, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোঃ সাইফুল ইসলাম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ওয়ার্ড সহকারী সেক্রেটারি কাজী মোরশেদ আলম, উলামা সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মাওলানা মোজাফফর আহমদ , জাম্বুরি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি জনাব শামীম আজাদ , হাসপাতাল সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি জনাব খাজা মাঈনুদ্দীন শামীম, ২৭ আগ্রাবাদ কাউন্সিলর প্রার্থী জনাব মুজিবুর রহমান, জনাব হামিদ মান্নান, আজহারুল ইসলাম,বেলাল হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও
- Advertisment -

সর্বাধিক পঠিত