বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও নগর জামায়াতের নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর কর্মীদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যা তাদের অবশ্যই যথাযথভাবে পালন করতে হবে। অধ্যায়নের ব্যাপারে সিরিয়াস মনোভাব গ্রহণ করতে হবে এবং শুদ্ধ জ্ঞান অর্জনে মনোনিবেশ করতে হবে। নামাজ এবং প্রতিটি কাজের ক্ষেত্রে আল্লাহর ভয়কে অন্তরঙ্গভাবে ধারণ করতে হবে। আত্মপর্যালোচনার মাধ্যমে নিজের কাজ এবং আচরণের মূল্যায়ন করতে হবে, যাতে নিজের মান এবং চরিত্র উন্নয়ন করা সম্ভব হয়। তিনি বলেন, বর্তমান দেশের পরিস্থিতি গুরুত্বপূর্ণ এবং এই পরিস্থিতি রক্ষা করার জন্য আমরা সকলকে সদা তৎপর থাকতে হবে। পাশাপাশি, নির্বাচনী কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে আমরা দেশের জন্য একটি সমৃদ্ধ ও সুষ্ঠু ভবিষ্যত গড়তে পারি। কোনোভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার যে কোন ষড়যন্ত্র বাংলার জনগণ মেনে নেবে না।
ডবলমুরিং থানার ২৩ নং উত্তর পাঠানটুলী প্রশাসনিক ওয়ার্ডের কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ড আমীর আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল কাদেরের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও ডবলমুরিং থানার আমীর মো. ফারুক আযম, থানা সেক্রেটারি মোঃ সালাউদ্দিন, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম।
সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ওয়ার্ড মজলিসে শূরা সদস্য রিদওয়ানুল কবির, উলামা মাশায়েখ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, ধনিয়ালাপাড়া সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মাওলানা আব্দুর রহমান, সুপারিওয়ালা পাড়া সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি নাব মো. ইউনুছ, কদমতলী সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি এম মনসুর আলী, দেওয়ানহাট সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি হাফেজ রশিদ আহমদ প্রমুখ।