Saturday, May 28th, 2022
বিদায় নিচ্ছে কালবৈশাখী

বিদায় নিচ্ছে কালবৈশাখী

কালের সংবাদ ডেস্কঃ চলতি বছরের মতো দেশ থেকে বিদায় নিচ্ছে কালবৈশাখী। জুন মাস থেকেই শুরু হচ্ছে বর্ষাকাল। সম্প্রতি এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, মার্চ, এপ্রিল ও মে—এই তিন মাস কালবৈশাখীর সময়।

এ সময়ের পরেও কালবৈশাখী হয়। তবে এবার সেই সম্ভাবনা খুবই কম।

তিনি আরো বলেন, গতকালও বরিশাল-ভোলায় কালবৈশাখী ছিল। কিন্তু সেটা ছিল ঝোড়ো হাওয়া। এভাবেই বাকি তিন দিন ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে। তবে বড় ধরনের ঝড়ের আশঙ্কা নেই।

আজ শনিবার আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রাজশাহী, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

একে  আরিফ/

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category