বিনোদন ডেস্ক:
এবারের পবিত্র ঈদুল আযহায় “ভাবনা” শিরোনামে মিউজিক আঙ্গিনায় নতুন চমক নিয়ে আসছেন কন্ঠ শিল্পী এফ কে ফয়ছল ।
ইউ আর মিউজিক এর ব্যানারে ‘ভাবনা’ এলব্যাম এর প্রথম মিউজিক ভিডিও এটি, মিউজিক ভিডিওটি এ,টি,এন বাংলা ও ইউ আর মিউজিকের ইউটিউব চ্যানেল এ প্রচার করা হবে।
এটি এ এন বাংলার সংগীত পরিচালক দিপক সুকান্ত’র কম্পোজিশনে গানটির গীতিকার ও সুর করেছেন কাওসার আহমেদ কয়েস।
দৈনিক যায় যায় দিন এর সিলেট ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাসের ভিডিও চিত্র গল্পে, গানটির কোরিওগ্রাফি ও স্থির চিত্র ধারন করেছেন সাপ্তাহিক সিলেট টাইমস্ ও এশিয়ান টিভির সিলেট প্রতিনিধি সজল দেব নাথ।
সোনারগাঁও এন্ড ফিল্ম মিডিয়া প্রডাকশন এর পরিচালক সোহেল আহমদ (পাখি)’র পরিচালনায় গানটিতে শিল্পী ও মডেল হিসেবে কাজ করেছেন এফ কে ফয়ছল ও চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল উর্মিলা উর্মি।
সাংবাদিকদের এর সাথে আলাপ কালে গানটির শিল্পি ও মডেল এফ কে ফয়সল বলেন, গানটি আমার নিজের কন্ঠে গাওয়া ও মডেল হিসেবে আমি নিজেই কাজ করেছি,আশা করছি গানটি সবার ভালো লাগবে।আমি আমার গানে দর্শকদের জন্য নতুনত্ব কিছু দেবার চেষ্টা করেছি , এখন জানিনা দর্শক কিভাবে নিবে , তবে আসা করছি দর্শক ভালো ভাবেই আমার গানটি উপভোগ করবেন।
এবং আগামিতে আরো ভালো কিছু দর্শককে উপহার দেয়ার চেষ্টা করবো ।গানটির মিডিয়া পাটনার দৈনিক অনলাইন পত্রিকা সিলেট নিউজ টাইমস্।
এসএম/১৯
Leave a Reply