মামুন
অতিত যদি ভুলে যাওয়ার হতো,
তাহলে দুঃখ বলে কিছুই থাকতো না ।
অতিত যদি ভুলে যাওয়ার হতো,
তাহলে সুখ আনন্দ বলে কিছুই থাকতো না ।
অতিত….
তুমি যতই বেদনামই হও,
যতই কষ্টদায়ক হও..
সব বেদনা ভুলে…
সব কষ্ট ভুলে..
সুখ আর আনন্দকে সাথি করে,
আগাবো সামনের পথে ।
এসএম/কেএস
Leave a Reply