কালের সংবাদ ডেস্ক: রাজধানীর হোসনি দালানের ফটকে পাঁচ বছর আগে জঙ্গি হামলা মামলার আসামি আরমান ওরফে মনিরকে জামিন দেননি হাইকোর্ট। তার আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন আদালত।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসনি দালানে ২০১৫ সালের ২৪ অক্টোবর তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় গ্রেনেড হামলা হয়। এ ঘটনায় একজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়। পরদিন চকবাজার থানায় মামলা হয়। তদন্ত শেষে ১০ জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ২০১৬ সালের ২১ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
এরপর মামলাটিতে সকল আসামির বিরুদ্ধে ২০১৭ সালের ৩১ মে অভিযোগ গঠন করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। পরবর্তীতে মামলাটি গতবছর ১৪ মে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়। সেখানেই মামলাটি বিচারাধীন।
মামলার আসামিরা হলো- মাসুদ রানা সুমন, কবীর হোসেন ওরফে রাশেদ ওরফে আসিফ, আবু সাঈদ ওরফে সালমান, আরমান ওরফে মনির, রুবেল ইসলাম ওরফে সুমন ওরফে সজীব, চান মিয়া, ওমর ফারুক, হাফেজ আহসানউল্লাহ মাহমুদ, শাহজালাল ও একজন কিশোর আসামি।
একে খন্দকার/
Leave a Reply