কবি: এ কে সরকার শাওন
—————————-
আমড়া কাঠের ঢেকি,
অকর্মণ্য কর্মী যত ;
রাজার পুকুরে দুধের স্থলে
জল দেবারই মত!
চামচারা চিটা ধান
চোখ উল্টায় পলে!
চামচামিতে মজিলে গুনি
সব যাবে রসাতলে!
ধর্মের ষাড় বেশীই ভাড়
তলে তলে অন্য দলে;
কূট চালে সদা সুদক্ষ
জগলু মোনাফিক বলে!
ধরে বেশ না বোঝে দেশ
চাপায় বীর বাহাদুরি!
বৈরী হাওয়ায় নিমিষেই উল্টায়
ঠিক মোশতাকের উত্তরসূরী!
সৎ, সুজন, সুবোধ, শিক্ষিত,
দেশ প্রেমিক সজ্জন;
ধীমান, ধীর, নিরলস কর্মী
আজ অতি প্রয়োজন!
আত্নশুদ্ধি শুরু হোক
ঢেলে সাজুক রণতরী!
দুধের মাছি সব ঝেঁটিয়ে
সন্মুখে চলো কান্ডারী!
এস ইসলাম/
Leave a Reply