সাব্বির হোসেন শুভ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন জামাত-বিএনপি বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে না পারলে বাংলাদেশ আবার জঙ্গী রাষ্ট্রে পরিণত হবে।
আজ বৃহস্পতিবার বিকালে পাবনার ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডে থানা কমপ্লেক্সে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশ গঠনে সন্ত্রাস-জঙ্গী নির্মুলে বাংলাদেশ পুলিশ গৌরবময় ভুমিকা পালন করছে। পুলিশের কাজে বাধা দিলে যত বড় শক্তি হোক তাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।
১৯৭১ সালে রাজারবাগে তৎকালিন পুলিশ সদস্যরা যেভাবে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ মোঃ মকবুল হোসেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন বিপিএম, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ লোকমান হোসেন, সাধারন সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম ।
এর আগে মন্ত্রী স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পূষ্পমাল্য অর্পণ ও ভাঙ্গুড়া থানা কমপ্লেক্সের নিজস্ব বহুতল ভবন নির্মাণ কাজের ফলক উম্মোচন করেন।
Leave a Reply