কালের সংবাদ ডেস্ক: তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী ধর্ষককে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে এক অভিযানে গ্রেফতার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-২)।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় র্যাব-২ এর একটি টহল দল রাজধানীর তেজগাঁও থানাধীন পশ্চিম নাখাল পাড়া এলাকায় টহল দেওয়ার সময় জানতে পারে যে ওই এলাকার একটি বাসায় তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা হয়েছে।
তাৎক্ষণিকভাবে টহল দলটি সেখানে গিয়ে ধর্ষণের চেষ্টাকারী আসামি মো. হৃদয় হোসেনকে (১৫) গ্রেফতার এবং ভিকটিম শিশুটিকে উদ্ধার করেন। শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
একে আরিফ/
Leave a Reply