শহিদুল ইসলাম জি এম মিঠন, নওগাঁ: র্যাবের অভিযানে ভারতীয় মাদক ফেন্সিডিল উদ্ধার, নারী সহ দুজন আটক। র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট কাম্পের একটি অভিযানিক দল
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদা বাজার এলাকায় বৃহস্পতিবার পূর্বরাতে অভিযান চালিয়ে ১৬৪ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিল উদ্ধার সহ মাদক কারবারি নারী-পুরুষ দুজনকে আটক করেছে র্যাব।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা দৈনিক-জাগো জনতাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নওদা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৬৪ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর (৩২), পিতাঃ মোঃ আব্দুল হামিদ, গ্রামঃ পূর্ব জগন্নাথপুর ও মোসাঃ রিনা বেগম (৩৫), স্বামীঃ মামুনুর রশিদ, গ্রামঃ শালবাগান, উভয় থানাঃ বিরামপুর, জেলাঃ দিনাজপুর কে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ সহ দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে বলেও নিশ্চিত করেছেন ঐ কর্মকর্তা।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এস ইসলাম/
Leave a Reply