সোয়েব আক্তার, ঢাকা: প্রকৃতিকে রাঙিয়ে ঋতুরাজের রাজসিক আগমন ঘটেছে বাঙালির জীবনে। ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত।কোকিলের কুহু ডাক আর গাছে গাছে রক্ত পলাশ ও আম্রমুকুলের আগমনে প্রকৃতিতে বসন্তের অগ্রীম শুভেচ্ছা জানাচ্ছে ঋতুরাজ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর উওরায় রবীন্দ্র সরণীতে এসো মিলি প্রাণের উচ্ছাসে উৎসব আয়োজনের মধ্য দিয়ে এই দিনটিকে বরণ করে নেয়া হয়। ফুলেল বসন, মধুময় বসন্ত, যৌবনের উদ্দামতা বয়ে আনার বসন্ত আর আনন্দ, উচ্ছাস ও উদ্বেলতায় মন-প্রাণ কেড়ে নেওয়া।
তাই বাঙ্গালীর ঐতিহ্যকে লালন করতে রাজধানীর উওরায় জাতীয় বসন্ত উৎসব উপযাপন পরিষদ কর্তৃপক্ষ মেতে উঠেছে অন্যরকম এক উৎসবে। সকাল থেকে গানের সুরে, নৃত্যের তাল আর বাদ্যের ঝংকারে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। নতুন সাজে তরুণ তরুণীরা অংশ নেন এ উৎসবে।
Leave a Reply