কালের সংবাদ ডেস্ক: রাজধানীতে ১৩০ ক্যান বিয়ার ও ৪০ প্যাকেট লিকুইড অ্যালকোহলসহ দুই ক্যামেরুন নারীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- কিকি (৩০) ও এমিলিয়া (৪৭)
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এর একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে খিলক্ষেত থানা পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, গ্রেফতাররা মাদক বিক্রির কথা স্বীকার করেছেন। তাদের সহযোগী অন্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানা তিনি।
এস ইসলাম/
Leave a Reply