কালের সংবাদ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থানার দক্ষিণ মাতুয়াইল এলাকায় এম অ্যান্ড আর এন্টারপ্রাইজ নামে একটি অবৈধ মশার কয়েল কারখানায় অভিযান চালিয়ে কারখানাকে এক লাখ টাকা জরিমানা ও সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ মার্চ) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল এহসানের নেতৃত্বে ওই অবৈধ মশার কয়েল কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে সিএম লাইসেন্সবিহীন অবৈধভাবে পণ্যের মোড়কে গুণগত মানচিহ্ন ব্যবহার করে মশার কয়েল বিক্রি করার অপরাধে এম অ্যান্ড আর এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ওই কারখানাটি সিলগালা করে দেয়া হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মনির হোসেন উপস্থিত ছিলেন।
এস ইসলাম/
Leave a Reply