কবি: এ কে সরকার শাওন।
—————————–
কারো গম্ভীর গোমড়া মুখে
যদি ফোটে হাসির ফুল!
যেই সেই লোকের বুকের তলে
কেন নামে খুশির ঢল?
জ্বলুক আলো, নামুক ঢল
আড়ালে আবডালে;
তাতেও তো প্রশান্তি মেলে ?
যেই সেই লোকের হৃদয় তলে!
যেথায় অবহেলায় অবলীলায়
কোটি কথামালা নিত্য মরে;
মনোসিজে জন্মানোর পরে
অকারণে আতুড় ঘরে!
কথার কি আর আছে
কানাকড়ি দাম তাঁর তরে?
যেই সেই লোক পড়ে থাক না;
ধরার কোন কোনে নির্বাসনে!
তার-কথা-সুর-বাণী লিখা থাক,
শুধু তারই হৃদয় কোনে!
কাজ নেই কারো শখের পাঠে;
যদি না অন্তর অনুরণনে!
যেই সেই লোকের আবার
হৃদয় অনুভুতি হাহাকার!
শুনলে হাসি পায় বার বার,
তার আবার ভালবাসার অধিকার!
সে তো পোকা মাকড়ের মত;
বসতি সহ পায়ে পিষে মারলেও
শক্তি নাই টু শব্দ করার!
কোথাও থাকে না রক্তের দাগ
থাকে না অভিযোগ হাহাকার!
অতঃপর অবশেষ ধ্বংসাবশেষ
ধূলিকণাগুলো মাটি হয়ে গেলো!
বাতাস উড়িয়ে ছুড়ে ফেলে দিল
দূর বহুদূরে তা নিশ্চিহ্ন হলো!
যেই সেই লোকের স্বপ্ন-সৌধ
এভাবেই হারায় নিমিষেই অতলে!
দুঃখ নাই অনুতাপ নাই ধরায়,
নাই অশ্রুরেখা কারো গালে!
এস ইসলাম/
Leave a Reply