কবি: এ কে সরকার শাওন
——————————-
মীরার নাতি মুনীফ ভূঁইয়া;
ভারী মিষ্টি মুখ!
বাঁকা হাসির মিষ্টি ছোঁয়ায়
মনে জাগায় সুখ!
মনকাড়া হাসি দেখে
চোখ ফেরানো দায়!
দাদা দাদির কাড়াকাড়ি
আয়, আমার কোলে আয়!
মায়ের কোলে দুলে দুলে
বাবার কাঁধে চড়ে;
দেখে সে বাংলার রূপ
খুশীতে হাত নাড়ে!
দুষ্ট মিষ্ট কথা বলে
ভোলায় সবার মন!
সবাই তাকে ভালোবাসে
সে কত যে আপন!
বাবা মায়ের সাধ স্বপ্ন
হোক দেশের কর্ণধার!
মুনীফ অর্থ সুউচ্চ-শ্রেষ্ঠ
নাম হোক নামদার!
আজ তার জন্মদিন
বাড়ী উৎসব মুখর!
প্রাণঢালা অভিনন্দন
বাঁচুক হাজার বছর!
এস সামিউল/
Leave a Reply