কবি: ডা: মো: মুকুল
————————
মাগো তুমি সেই যে গেছো
আরতো ফিরে আসলেনা
তোমার মুখটি না দেখলে
মোর ভালো লাগেনা।।
পৃথিবীতে কতো ছেলে
মা মা বলে ডাকে
তাই শুনে মনের গভীরে
আঘাত করে বুকে।।
মা ডাকটি এতো মধুর
আগে জানতাম না
এখন তুমি আছো কোথায়
আমায় বলো না।।
তোমার হাতের তেল
মাখানো
মুড়ির গন্ধ পাই
তুমি ছাড়া কেমন করে
ভাবে থাকা যায়।।
মাগো তোমার বাছা এখন
তোমায় দেখতে চাই
কোথায় গেলে পাবো
মাকে
বলতো তোমরা ভাই।।
হঠাৎ একদিন রান্না ঘরে
বসে আছি আমি
মা এসে আমাকে
দিলো কিছু শামী ।।
শীতকালেতে আমার
যখন
ঠান্ডা লাগতো ভাই
মা এসে তুলসী পাতা
মধু খাওয়া যায়।।
শীতের সকালে উঠে যখন
পড়তে বসি আমি
পিছন থেকে গায়ের উপর
চাদর দিয়েছো তুমি।।
তোমার হাতের পিঠা
বানানো
খেতে বড়ই মিঠা
কতো গল্প করেছো মাগো
করেছো অনেক ঠাট্টা।।
সেই যে তুমি বলতে
মাগো
আমার বুকে আয়
আমার বুকে আসলে
খোকা
থাকবে নাকো ভয়।।
ওমা, মাগো-তোমার বাছা
ডাকছে তোমায় একবার
বলো কথা
তোমার কথা শুনলে
মাগো
থাকবেনা কোনো ব্যথা।।
যেখানে থাকো ভালো
থাকো
করি এ প্রার্থনা
মোর জীবনে তোমাকে
মাগো
ভুলতে পারি না।।
একে আরিফ/
Leave a Reply