মেহেদী হাসান রাব্বী, মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার ঝামা বাজার সংলগ্ন মধুমতি নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে নাম ঠিকানা বিহীন পঁচা গলিত এই ব্যক্তির মরা দেহ উদ্ধার করা হয়।
সুত্র জানাই, এদিন দুপুরে ঝামা বাজার সংলগ্ন মধুমতি নদীতে এক ব্যক্তির মরা দেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেয়। ওসি তারক বিশ্বাস ঘটনা স্থানে উপস্থিত থেকে মৃত্যু ব্যক্তির মরা দেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর উদেশ্যে মহম্মদপুর থানায় নিয়ে আসে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন, স্থানীয়দের সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। একটি অপমৃত্যু মামলা হয়েছে। এবং লাশ মর্গে পাঠানো হবে।
এস ইসলাম/
Leave a Reply