মেহেদী হাসান রাব্বী, মাগুরা: মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের রামদেবপুর গ্রাম থেকে মাগুরা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) জনাব আবির সিদ্দিকী শুভ্র এর নির্দেশনা ও মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ( ওসি) জনাব তারক বিশ্বাস পরামর্শে, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃবোরহান উদ্দিন ও এসআই মোঃ রফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সফল অভিযানে ,মোঃ শফিকুল ইসলাম( ২২)পিতা-আকবার মোল্লা, মাতা-শাহিদা বেগম, সাং- রামদেবপুর, থানা- মহম্মদপুর, জেলা – মাগুরা কে আটক করেন।
বাদী- সিলেটের এয়ারপোর্ট থানা এলাকার ইন্জিনিয়ারি মোঃমিজানুর রহমান( ৪৯)পিতা- আব্দুল হাকিম সাং – বাসা নং-৭৯ মজিদ ভিলা,হাউজিং এস্টেট, থানা -এয়ারপোর্ট, জেলা- সিলেট।
উক্ত বাদী মামলার এজাহারে উল্লেখ করেন, আসামী শফিকুল ইসলাম (২২) তথ্য ও প্রযুক্তির মাধ্যমে বাদীর নিকট প্রতারণার উদ্দেশ্যে টাকা দাবি করে ও পরিবারের ক্ষতি করিবে বলে হুমকি প্রদান করেন। পরবর্তীতে বাদী এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে তারপর তথ্য ও প্রযুক্তির সাহায্যে আসামীর পরিচয় ও অবস্থান শনাক্ত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ টিম মাগুরা পুলিশকে অবহিত করেন।অবশেষে আজ রামদেবপুর গ্রামের নিজ বাড়ি থেকে আসামি শফিকুল ইসলামকে আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মোঃ বোরহান উদ্দিন।
এস ইসলাম/
Leave a Reply