কবি: গুলজার রহমান।
——————————
বাংলা বাঙ্গালির
মাতৃভাষা
সকল ভাষার সেরা
তাই তো ভাষা সুরক্ষিত
একুশ ফাগুনে ঘেরা।
বাংলায় আমার
বোনের বুলি
ভায়ের ভালোবাসা
এ ভাষাতেই স্বপ্ন
জাগায়!
হরেক রকম আশা।
বাংলা আমার বর্ণমালা
বাংলায় আমার প্রাণ
এ ভাষাতেই প্রকাশ করি
হাঁসি কান্না গান।
বায়ান্নতে প্রতিবাদ জানায়
ভাষা সৈনিকের দল
রক্ত দিয়ে প্রমাণ করল
ওদের আত্মবল।
ভাষা সৈনিকদের
সম্মাননা
ভুলেও জাতি ভোলে না
যুগ যুগ পেরিয়ে
গেলেও
রবে সমবেদনা।
এস ইসলাম/
Leave a Reply