কাব্যগ্রন্তঃ চেয়ার ও চোর
কবি: এ কে সরকার শাওন ঢাকা।
——————————————-
“ব” তে বোকা নয় বিজ্ঞ,
জন্মদাতা বাপ বৎস!
বীর, বাঙ্গালী, বাংলা লিখতে
“ব” ই বড় উৎস!
“ব” তে বই, “ব” তে বুদ্ধি,
বঙ্গবন্ধু, বিবেক, বাংলাদেশ!
“ব” তে বর, বধূ, বুবু,
বিধি, বিধান, বন্ধু, বেশ!
“ব” তে বেণুর বংশী,
বন্ধন, বক্ষ, বিজয়!
“ব” তে বীণা , বপন, বর্ষা,
বচন, বয়ন, বিনয়!
বক, বকুল, বন, বইঠা,
“ব” দিয়েই শুরু বাছা,
বসত, বরণ, বাসর,
শব্দগুলো বেশ খাসা!
বিদ্যা, বাণী, বিকাশ, বিন্দু,
“ব” দ্বারা বলীয়ান!
বুক, বসন্ত, বিধু, বলাকা,
“ব” তে-ই হয় বিদ্বান!
বেহালা, বাসা, বুনন বাবুই,
সবই “ব” এর ব্যাঞ্জন!
বিমূর্ত, বিনম্র, বীণ, বাতায়ন,
শব্দাবলী কাড়ে মন!
বাদল, বাঁধন, বিরাগ, বদন
কতো বহতা বিচিত্র বর্ণ,
“ব” এর বিশাল শব্দ বাগে
জুড়ায় মানব কর্ণ!
বাঁশ, বাঁশরী, বংশী, বপু,
“ব” য়ে ই বিশ্বের বিস্ময়!
বিশ্বাস, বিপ্লব, বিদ্যায়
বিশ্বাস, বিপ্লব, বিদ্যায়
এস ইসলাম/
Leave a Reply