আশরাফুল ইসলাম, (বড়াইগ্রাম, নাটোর): নাটোরের বড়াইগ্রামে পাবনা-নাটোর মহাসড়কে বাস চাপায় রাহেলা বেগম (৪৪) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর এ ঘটনা ঘটে। রাহেলা পারগোপালপুর গ্রামের সুকলার সরদারের স্ত্রী।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া থেকে রাজশাহীগামী জননী পরিবহনের একটি বাস উপজেলার শিবপুর এলাকায় পথচারী রাহেলা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাহেলার মৃত্যু হয়। পরে রাহেলার লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, দূর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক-হেলপার পালিয়ে গেছে। তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বড়াইগ্রাম থানাল একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এম কে ইসলাম/
Leave a Reply