কবি: গুলজার রহমান
ওগো গরীয়সী নন্দিনী
বলনা এক্ষুণি?
তোমার জীবন মহাকাশে
ভালোবাসার হৃদয়
অঙ্গনে এতো টুকু ঠাঁই!
এই পথ ভোলা ভ্রাম্যমান
পথিকের তরে রেখেছো?
না,লাখো প্রেমের
ডামাডোলে তোমার সেই
শান্তির সুনীল কুঠির!
দখল করে নিয়েছে কোন
নাম না জানা মহা
প্রেমিক?
একটি সুন্দর মন পেতে
অনুক্ষণ
ভালোবাসার আবির
সর্বত্রই বিচরন!
যেখানে নেই
বিশ্বস্ততার হরন
আছে নিঃস্বার্থক
আত্নত্যাগের প্রতিফলন।
অবাক হবার কিছুই নেই
নন্দিনী !
একটা শুন্য হৃদয়
কামনায় মুগ্ধ হয়
পেতে সুন্দর হৃদয়ের
আশ্রয়!
যে হৃদয়ে শুধু
ভালোবাসারই বিজয়।
তোমার প্রেমের গন্ধ
ফুলের গন্ধকে হার
মানিয়েছে!
তোমার চলার ছন্দকে
ঝর্ণা স্বাগত জানিয়েছে।
চাতক পাখি তোমার
রূপের ঝলসানিতে মুগ্ধ।
তোমার বিমুগ্ধ প্রেমের
অভিসারে
লাখো প্রেমিক বিদগ্ধ।
গুরু রবীন্দ্রনাথ প্রেমিক
নজরুল জীবনানন্দের
উপমায় শুনেছি
তোমার দীপ্ত তনুতে
প্রেমের আবেগ।
তোমার ডাগর কাজল
দুটো আঁখি আকাশের
উজ্জ্বল নক্ষত্রের সাথে
মিশে যেতে দেখেছি।
একে আরিফ/
Leave a Reply