Wednesday, June 22nd, 2022
বিনা টিকেটে ‘তালাশ’ দেখার সুযোগ

বিনা টিকেটে ‘তালাশ’ দেখার সুযোগ

কালের সংবাদ ডেস্কঃ দেশের ৫৩ প্রেক্ষাগৃহে শুক্রবার (১৭ জুন) মুক্তি পেয়েছে সৈকত নাসির পরিচালিত সাইকো থ্রিলার সিনেমা ‘তালাশ’। সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন শবনম ইয়াসমিন বুবলী ও আদর আজাদ।

‘তালাশ’ মুক্তির দিনেই বৃষ্টি বাগড়া দেয়, সেই সঙ্গে সিলেট অঞ্চলে বন্যা হানা দেয়; এরপরেও ঢাকাসহ অন্যান্য জেলা থেকে অপ্রত্যাশিত সাড়া পাচ্ছেন, এমনটাই জানান সিনোমটির নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

এদিকে, যারা কখনো সিনেমা দেখেনি তাদের জন্য ফ্রিতে ‘তালাশ’ দেখার সুযোগ দিয়েছে নারায়ণগঞ্জের সিনেস্কোপ প্রেক্ষাগৃহ।

আজ বুধবার (২২ জুন) সারাদিন ব্যাপি চলবে এই ফ্রি শো দেখার সুবর্ণ সুযোগ। শর্তহীন এই সুযোগ শুধু মাত্র আজকের জন্যই।

বুবলীর পাশাপাশি এ সিনেমায় রয়েছেন নায়ক আদর আজাদ। এটি তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা হলেও শুরুতেই আদর রকস্টার চরিত্রের মাধ্যমে দুর্দান্ত অভিনয় করেন।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

একে  আরিফ/

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category