কবি: এ কে সরকার শাওন
জল জলাঙ্গী ফনাতুলে
আছড়ে পড়ছে ঢেউ!
জমি ডুবেছে ভিটা গলছে
চারপাশে নাই কেউ!
পথ-ঘাট-মাঠ ভেঙ্গেচুরে
মিশেছে স্রোতের তোড়ে!
গবাদি পশু হাস মুরগী
বিকাচ্ছে পানির দরে!
চৌকির নীচে পানি এসেছে
নীচে ইট দিয়ে রাত পার!
সেই রাতেই ডাকু সব কেড়েছে
বানবাসী জগলু হতভাগার!
হাঁড়ি পাতিল বাসন কোসন
তেল চিটচিটে কাথা কম্বল;
শিশু পুত্র-কন্যা, স্ত্রী, জননী,
পালিত বিড়াল ছানা সম্বল!
মাথার উপর খোলা আকাশ
চারপাশে অথৈ জল!
শেষ আশ্রয় বাঁধও ভাঙ্গছে
নামছে চোখে জলের ঢল!
বানভাসীদের কষ্টের জীবন
এভাবেই কাটছে অষ্ট প্রহর;
তার উপরে করোনার শাপ
আছে চোর-ডাকাত তস্কর!
কে কোথায় আছো সাধু-সুধী,
হাত বাড়াও ওহে গুনি!
বানবাসীদের পাশে দাড়িয়ে
জ্বালো মানবতার পিদিম খানি!
কবিতাঃ বানভাসীর মিনতি
কাব্যগ্রন্থঃ আপন-ছায়া
এ কে সরকার শাওন
শাওনাজ ভবন, ঢাকা!
২০ জুলাই ২০২০
একে আরিফ/
Leave a Reply