সামিউল ইসলাম রাফিন: উওরা ‘জমজম টাওয়ার’র এর পাশে ৮ বন্ধু মিলে চায়ের আড্ডা। সকল ব্যস্ততার মাঝে ৮ বন্ধু মিলে আড্ডা দিতে পেরে অনেক ভালো লাগছে। হঠাৎ করেই যেন বদলে গেছে জীবনের ছক। জীবনের ধরাবাঁধা সময়সূচি থেকে অনেকটা ভিন্নভাবেই কেটে যাচ্ছে মহামারির এই কঠিন সময়টা।
আজ বুধবার সন্ধা ৮ টার দিকে বন্ধুদের নিয়ে এই চায়ে আড্ডা হয়।
বন্ধুত্ব মানেই জীবনের সবুজতম সম্পর্ক।ছেলেবেলার বন্ধুদের চেয়ে দামী সঙ্গী আর কেউ কি কখনো হতে পারে? জীবনের চলার পথে যত বন্ধুই পাই না কেন কিছু বন্ধু হয় রত্নের মত। তাই বন্ধুদের হারাতে চাই না। আজীবন ধরে রাখতে চাই।
কিন্তু সময়ের প্রয়োজনে জীবনের পরিবর্তনের সাথে তাল মেলাতে বন্ধুদের হাত ছেড়ে দিতে হয় অনেক সময়ই।
রোজ দেখা হওয়া, আড্ডা, একসাথে ফূর্তি করা না হয় না হল, তাই বলে কী বন্ধুত্ব মলিন হয়ে যাবে? না। সচেতনভাবে ধরে রাখুন বন্ধুত্বের সজীবতা এই কৌশলে।
তবে অনেকেই জানে না যে বন্ধুত্ব কিভাবে টিকিয়ে রাখতে হয়। ফলে কারণে-অকারণে নানা সমস্যা সৃষ্টি হয়, দূরত্ব তৈরি হয়।বন্ধুত্বের মাঝে ভুল বোঝাবুঝি, রাগ, অনুরাগ, ব্যস্ততা, এড়িয়ে চলা, নার্ভাস ভাব ইত্যাদি দূরে রাখা শিখতে হয়।
করোনা মহামারি সেরে গেলে আবারও এক হবো চায়ে এই আড্ডায়।
এস রাফিন/
Leave a Reply