মো. এমদাদুল হক দুলু, (বদলগাছী, নওগাঁ): নওগাঁর বদলগাছী আক্কেলপুর সংযোগ সড়কে জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে বিষ্ণুপুর ঝুঁকিপূর্ণ পুরাতন বেইলী ব্রিজ খুলে পূর্ণাঙ্গ নতুন ডালাই ব্রিজ নির্মাণসহ বদলগাছী আক্কেলপুর সড়ক প্রশস্তকরণ ও সংস্কারের দাবী এলাকাবাসীর। এলাকাবাসীর পক্ষ নিয়ে আধাইপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন চৌধুরী বলেন, বিষ্ণুপুর বেইলী ব্রিজটি দীর্ঘদিনের পুরনো এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সড়ক ও জনপথ বিভাগ প্রায় এসে মেরামত করে। এক মাস অতিবাহিত না হতেই আবার জয়েণ্ট খুলে যায়। সড়কের চেয়ে ব্রিজ সরু বেশি। ঝুঁকিপূর্ণ বেইলী ব্রিজ খুলে এখানে ঢালাইসহ ব্রিজ নির্মাণ করলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। এলাকাবাসী জানায় ৪/৫ বছর পূর্বে সড়ক ও জনপদ বিভাগ বদলগাছী আক্কেলপুর সড়ক সংস্কার করে। বর্তমানে সড়কটি বিভিন্ন স্থানে বিধ্বস্ত হয়ে পড়েছে। এলাকাবাসী আরো জানায় দীর্ঘদিন থেকে সড়কটি প্রশস্ত¦ আকারে সংস্কারের কথা থাকলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। বগুরা, দুপচাচিয়া, আক্কেলপুর, বদলগাছী হয়ে পতœীতলা, সাপাহার যোগাযোগের জনগুরুত্বপূর্ণ ও সোজা পথ। এজন্যই এই সড়কে নীতিমালা উপেক্ষা করে অতিরিক্ত মালবাহী ও বড় বড় যানবাহন চলাচল করে।
সড়কটি প্রশস্ত নয়। এছাড়া সড়কের অধিকাংশ স্থানে দুপাশে মাটি নেই। চলন্ত যানবাহন ক্রসিং এর সময় প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে। জন্যই সড়কটি প্রশস্তকরণসহ বেইলী ব্রিজ খুলে একটি পূর্ণাঙ্গ ঢালাই ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। এবিষয়ে নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান সাজিদ বলেন, জেলায় একটি মাত্র বেইলী ব্রিজ রয়েছে। উপরে অবগত করানো হয়েছে। সেখানে নতুন ব্রিজ নির্মাণের প্রক্রিয়া চলছে।
একে খন্দকার/
Leave a Reply