কাব্যগ্রন্থঃ বাঁশিওয়ালা
কবি:- এ কে সরকার শাওন
——————————-
মধুলোভী লোকে লোকারণ্য
বন্ধুদের বেশীরভাগই মাকাল!
শত্রু মিত্র চিনতে অক্ষম
শুধু বকবক করে বাঁচাল!
দুঃসময়ে প্রতিবাদী শূণ্য
জিতলে ভাবে জিতছে একা!
হেরে গেলে ভাবে বিশ্ব হেরেছে
চারপাশ শুন শান ফাঁকা!
পরমতসহিষ্ণুতা শিকেয় তুলে
তুলোধুনোয় অপরিমিত!
ফাঁকা মাঠে মূর্খরা বীর
মেকি উল্লাসে কাঁপায় ভীত!
বিজাতীয় প্রেতাত্বার হুক্কাহুয়ায়
মুখে কুলুপ আটে বে-আক্কেল!
গর্জে উঠার মুরোদ দেখিনা
শুধু ফেসবুকে বীর মক্কেল!
নিরেট কর্মবীরেরা হাওয়া,
আজ ভন্ড-চামচায় পরিপূর্ণ!
কঠোর হস্তে দল পরিষ্করণে
গড়ো দল ছাগুশূণ্য!
অতি দরকার মানবতাবাদী
সুমন-সুজন-সুধীর-ধীমান!
তারচেয়েও বেশী দরকার
নির্লোভ দেশপ্রেমিক সন্তান!
এস ইসলাম/
Leave a Reply