সামিউল ইসলাম, রাফিন, নিজস্ব প্রতিনিধি:
বারাবর,
প্রিয়তমা
বিষয়ঃ- প্রেম ও বিয়ের জন্য আবেদন।
বিনীত নিবেদন এই যে, আমি আপনার সাথে প্রেম করার জন্য একজন আগ্রহী প্রেমিক। আমি আপনাকে না দেখেই পছন্দ করেছি। আপনাকে বুঝাতে চেয়েছি যে আমি আপনার সাথে প্রেম ও বিবাহ করতে চাই। আমি কোন রকম ধোঁকাবাজি করতে রাজি নই। এই শীতে কম্বলের ন্যায় আমি আপনাকে জড়িয়ে রাখতে চাই।
আপনি আমার প্রেম ও বিয়ের বিষয়টা খতিয়ে দেখবেন বলে আমি আশা বাদী। তবে এই বিষয়টাও আপনাকে অবহিত করা দরকার যে, আমি আপনাকে সারাজীবন অনেক সুখেই রাখার চেষ্টা করবো, আর আমি কোন ধরণের খারাপ ব্যাবহার করবো না। আমি আপনাকে বিয়ে করবো আর এই বিয়েতে কোন ধরনের যৌতুক চাহিবো না ও বিয়ের পরেও না এর থেকে বিরত থাকিবো।
অতএব, এমতাবস্থায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাকে চিরদিনের জন্য আপনার প্রেমিক ও জামাই করে স্মরণীয় করে রাখতে আগ্রহী হবেন। আমার আকুল আবেদন, প্রথমে আমাকে আপনার প্রেমিক ও পরে জামাই, হিসেবে গ্রহণ করবেন। তাই আপনার নিকট দরখাস্ত লিখলাম।
নিবেদক,
আপনার হবু প্রেমিক ও জামাই
সামিউল ইসলাম রাফিন।
এস ইসলাম/
Leave a Reply