কালের সংবাদ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের (১৭) মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো সড়কে নেমেছেন শিক্ষার্থীরা।
এসময় নগর ভবনের সামনে নটর ডেম কলেজের ছাত্ররা অবস্থান ধর্মঘট পালন করেন। তারা নগর ভবনের মূল ফটক আটকে দেন। পরে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়েন শিক্ষার্থীরা।
এর আগে শিক্ষার্থী রাজধানীর জিরো পয়েন্ট এলাকা অবরুদ্ধ করে বলে, কেন আমাদের সড়ক নিরাপদ নয়? কেন আমাদের ভাই রাস্তা এভাবে মারা যাবে? হত্যার সুষ্ঠু বিচার ও নিরাপদ সড়ক নিশ্চিত না করলে, যদি আমাদের দাবি না মানা হয় তাহলে রবিবার আবার আমরা রাস্তায় নামবো।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)-এর একটি ময়লা গাড়ি চালাচ্ছিলেন একজন সুইপার। সেই গাড়ির ধাক্কায় গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলিস্তান এলাকায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন।
এদিকে, ওই ঘটনায় বিচারের দাবিতে বেইলি রোডে অবস্থান নেওয়ায় এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সপ্তাহের শেষ কার্যদিবসে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই ‘গাড়ির চালক’ রাসেলকে (২৬) প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পল্টন থানার ওসি সালাহ উদ্দিন মিয়া বলেন, ‘গ্রেপ্তার রাসেল গাড়িটির মূল চালক নয়। এ ধরনের ভারী গাড়ি চালানোর তেমন অভিজ্ঞতাও তার নেই।’
এস ইসলাম/
Leave a Reply