শহিদুল ইসলাম জি এম মিঠন, নওগাঁ: নওগাঁয় আগাম জাতের সীম চাষকরে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন জেলার কৃষকরা। নওগাঁ জেলা সদর উপজেলা ও মহাদেবপুর উপজেলার বেশকিছু এলাকা ঘুরে দেখা গেছে, প্রকৃতিতে শীত আসার আগেই বাজারে উঠেতে শুরু করেছে কৃষকদের আগাম চাষকৃত শীতকালিন সবজি সীম। ভরা মৌসুমের আগেই যে সব কৃষকরা বাজারে সীম তুলতে পেরেছেন তারা দামও পাচ্ছেন ভালো।
নতুন অবস্থায় বাজারে সীমের চাহিদা বেশি থাকায় প্রতি কেজি সীম ৮০ থেকে ১২০ টাকা প্রতিকেজি দরে বিক্রি হচ্ছে। আবহাওয়া অনকূলে থাকলে সীমের ভালো হবে বলেও আশাবাদি কৃষকরা। তবে ইতি মধ্যেই যেসব কৃষক বাজারে আগাম চাষকৃত সীম তুলেছেন তারা বেশি দাম পেয়ে আর্থিক ভাবে ব্যাপক লাভবান হচ্ছেন।
বিগত বছরের ন্যায় চলতি মৌসুমেও নওগাঁর পলি সবজি চাষ এলাকা হিসাবে পরিচিত গ্রামের মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে সবুজ সীমের সমারোহ।
এস ইসলাম/
Leave a Reply