শহিদুল ইসলাম জি এম মিঠন, নওগাঁ: নওগাঁয় ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী আনজুয়ারা বিবি (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
একই দূর্ঘটনায় তার স্বামী তোফাজ্জল হোসেন (৪৮) আহত হয়েছেন। মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটেছে শনিবার নওগাঁর মান্দা উপজেলার নীলকুঠি-জোতবাজার রাস্তায় সৈয়দপুর চৌকিদারের মোড় নামকস্থানে।
আহত মোটরসাইকেল চালক তোফাজ্জল হোসেন (৪৮) মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।নিহত ও আহত স্বামী স্ত্রী মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের মীরপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার একটি মোটরসাইকেল যোগে স্বামী স্ত্রী তাদের মেয়ে জামাই বাড়ি একই উপজেলার এলেঙ্গা গ্রামে যাচ্ছিলেন। যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছালে এসময় ঘনকুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিঁটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় স্ত্রী আনজুয়ারা বিবি আর তার স্বামী আহত হলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান স্থানিয়রা।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি শাহিনুর রহমান।
এস ইসলাম/
Leave a Reply