শহিদুল ইসলাম জি এম মিঠন, নওগাঁ: নওগাঁর সকল রুটে হঠাৎ করেই বাস চলাচল বন্ধ হওয়ার কারনে চরম জনদূর্ভোগের মধ্যে পরেছেন বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়ার জন্য বাসা বা বাড়ি থেকে বের হয়ে আসা মানুষজন।
শ্রমিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে ১৮ নভেম্বর বুধবার সকাল থেকেই অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন নওগাঁর বাস মালিকরা।
হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ার কারনে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বাস মালিকরা জানান, তাদেরকে জিম্মি করে বিভিন্ন সময় চাঁদাবাজি করছেন শ্রমিকরা। এছাড়া নওগাঁ-পাবনা ও কিশোরগঞ্জ রুট দখল করেছেন বলেও মালিক সমিতির অভিযোগ।
এসব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সকল রুটে বাস বন্ধ থাকবে বলেও জানান মালিকরা।
তবে শ্রমিকদের দাবি, চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন। বরং দিনের পর দিন সমিতির নামে টাকা তুলে আত্মসাৎ করছেন মালিকরা।
এস ইসলাম/
Leave a Reply