কালের সংবাদ ডেস্ক: ধর্ম শিক্ষা মাধ্যেমে মানবিক গুনাবলী জাগ্রত হয়। এই শিক্ষা দিয়েই মানুষের নৈতিকতার উন্নয়ন হয়। রবিবার(২৪ জানুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত “মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা” শীর্ষক এক দিনের কর্মশালায় জুম কনফারেন্সে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, মেহেরপুরসহ বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই হিন্দু, মুসলিম, বোদ্ধ, খ্রিষ্টান প্রতিটি ধর্মের যে সম্প্রিতির অবস্থান সেটি অনেক যুগ পুরানো।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠেছে। প্রধানমন্ত্রীর বিচক্ষন নেতৃত্বে যেমন প্রতিটি ঘর বিদুৎতের আলোয় আলোকিত হয়েছে তেমনি প্রতিটি মানুষই সু-শিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞানের আলোয় প্রতিনিয়তই আমাদের দেশ আলোকিত হচ্ছে।
অনুষ্ঠস্থানে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি শ্রী শ্যামল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রমুখ।
এস হাসান/
Leave a Reply