Thursday, April 28th, 2022
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ১৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ১৯

কালের সংবাদ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৬৪৪ জনে।  শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। এ সময়ে করো মৃত্যু হয়নি।

এর আগে গত ২০ এপ্রিল ১ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।  ফলে টানা আট দিন ধরে করোনায় মৃত্যুহীন দেশ। আর মারা যাওয়ার সংখ্যাও ২৯ হাজার ১২৭ জন অপবর্তিত থাকল।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে আরও ৩৬৩ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত ভাইরাসটি থেকে সেরে উঠেছেন ১৮ লাখ ৯৪ হাজার ৮২০ জন। ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬০৮টি নমুনা সংগ্রহ করে ৪ হাজার ৬২২টি নমুনা পরীক্ষা করা হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

এস সামিউল/ 

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category