কালের সংবাদ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল। এ সময় নতুন করে শনাক্ত হয়েছে ১৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬০২ জন।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ০.৩৮ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতেবলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ১২৩ জন। সারা দেশের ৮৭৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে পাঁচ হাজার ২০টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ২৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ২২১টি।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ০.৩৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৯৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.০১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।
এস সামিউল/
Leave a Reply