কালের সংবাদ ডেস্ক: জেডিসির ইংরেজি পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে ৫ পরীক্ষার্থী ও তাদের অবৈধ কর্মকাণ্ডে সহযোগিতার অপরাধে কেন্দ্র সচিবসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে ভাণ্ডারিয়া থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর)পিরোজপুরের ভান্ডারিয়ায় ইকড়ি ইউনিয়নের বোথলায় অবস্থিত বিপিএম দাখিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা শেষে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মমিনুল ( ১৪), বায়োজিদ (১৪), মুনিয়া (১৬), রুমি (১৫), নুপুর (১৭), সোনিয়া (১৫)। বিপিএম দাখিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রের সচিব ও ঐ মাদরাসার সুপার আমির হোসেন ও হরিনপালা সিদ্দিকিয়া নেছারীয়া দাখিল মাদরাসার সুপার মো. সিদ্দিকুর রহমান।
জানা গেছে, এ ব্যপারে কেন্দ্র পরিদর্শক ,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. এমাদুল হক বাদি হয়ে ১৫ জনকে আসামি করে ভাণ্ডারিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
এস ইসলাম/
Leave a Reply