নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা থানা পুলিশ গতকাল বিকালে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের গোলমুন্ডা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১কেজি ৫০০গ্রাম শুকনো গাজাঁসহ ১ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
জানাগেছে, ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের সোনাখুলী নামক এলাকা থেকে মাদকদ্রব্য শুকনোঁ গাজাঁ বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নির্দেশক্রমে মাদকদ্রব্য উদ্ধারকালীন বিশেষ অভিযান এসআই বিল্লাহ্ নেতৃত্বে এসআই নুরুল সরকার,এএসআই মেজবাহুল রহমান,এএসআই রেজাউল সঙ্গীয় ফোর্সসহ গোলমুন্ডা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে শুকনো গাজাঁসহ ফারুক হোসেন (২৩) নামের একজনকে আটক করে।
সে ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের দবির উদ্দিনের ছেলে।তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ এর (১) টেবিলের ১৯(ক) মামলা রুজু হয়।মামলা নং-০৭,তাং-৫/১১/২০২০ইং আজ শুক্রবার ঐ মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এস ইসলাম/
Leave a Reply