মোঃ সহিদুল ইসলাম ( মুকুল), কুষ্টিয়া : দীর্ঘ ৫০ বছর পার হলেও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় ছিলোনা ফায়ার সার্ভিস স্টেশন।
অবশেষে উপজেলার সদর ইউনিয়নের চুয়া মল্লিক পাড়া গ্রামের সহৃদয়বান ও সমাজসেবী হাসিনা বানু ৮২ শতক জমি ফায়ার সার্ভিস স্টেশনের জন্য দান করেছেন।
বিভিন্ন সময় নির্বাচনের আগে বা পরে স্থানীয় প্রতিনিধিগণ ফায়ার সার্ভিসের প্রতিশ্রুতি দিলেও তারা কথা মতো কাজ করেননি। তাই এই পর্যন্ত ফায়ার সার্ভিস স্টেশনের মুখ দৌলতপুরবাসী দেখতে পায়নি।
জমি রেজিস্ট্রেশনের পর ঐ জমিতে খুঁটি পুঁতে ভিত গাড়া হয়েছে।
ভিত গাড়ার সময় উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল গফুর, ফায়ার সার্ভিসের ডিডি মোঃ সালেহ উদ্দিন, কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ জানে আলম, জমি দাতা সমাজসেবী হাসিনা বানু।
এ সময় আরও স্থানীয় জনগণের উপস্থিতিতে আনন্দ উল্লাসে সবাই আনন্দিত হয়।
এস চৌধূরী/-
Leave a Reply