কালের সংবাদ ডেস্ক: ক্রমাগত তাপমাত্রা বাড়ার কারণে আগামী তিন দিন চরম গরমের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। দেশের অধিকাংশ অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা ক্রমাগতভাবে বাড়তে পরে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
অধিদফতরের তথ্যানুযায়ী, দেশে চলতি বছরের ১৩ মার্চ প্রথমবারের মতো ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠে। তার পরদিন একই তাপমাত্রা বিদ্যমান ছিল। রোববার সেই তাপমাত্রা ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে।
আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, রোববার সকাল থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে খুলনা ও রাজশাহী বিভাগের দুটি বা একটি স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় আগের মতোই থাকতে পারে।
আবহাওয়া দফতর আরো জানায়, দিনাজপুর ও সৈয়দপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রয়েছে। যার পরিমাপ ছিল ১২ মিলিমিটার। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এস ইসলাম/
Leave a Reply