কালের সংবাদ ডেস্ক: খুলনা–সাতক্ষীরা মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল ১৫ জানুয়ারি, শুক্রবার সকাল নয়টার দিকে পাশে গল্লমারী জিরোপয়েন্টের শিকদার পেট্রোল পাম্পের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন মোটরসাইকেলে করে আরোহীরা খেজুরের রস সংগ্রহ করে ফেরার পথে ট্রাকে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত দুই জন বাবা–ছেলে হতে পারে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, ‘শিকদার পেট্রোল পাম্পের পশ্চিমে খুলনা–সাতক্ষীরা মহাসড়কে দূর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।’
লাশ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
একে খন্দকার/
Leave a Reply