Tuesday, October 27th, 2020
কার সাথে প্রেম করছেন মধুমিতা?

কার সাথে প্রেম করছেন মধুমিতা?

কালের সংবাদ ডেস্ক: গেল বছরেই অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারের। এরপর থেকেই নানা কারণে খবরের শিরোনাম হয়ে এসেছেন ‘পাখি’ খ্যাত এই অভিনেত্রী। এরপর আর তিনি একা নেই। প্রেমে মজেছেন। সেই খবর এরইমধ্যে প্রকাশ্যে এলো।

মধুমিতার প্রেমিকের নাম সাবির ওয়ালিয়া। এখন পর্যন্ত এতটুকুই জানা গিয়েছে। ষষ্ঠীর সকালে কলকাতার এক পাঁচতারা হোটেলে মধুমিতা ব্রেকফাস্ট সেরেছেন নব্য ফিয়াসেঁর সঙ্গে। সেখানে তাদের মেনুতে ছিল ডিমের পোচ। যা নিয়ে ঠাট্টা করতে ছাড়েননি অভিনেত্রীর প্রেমিক।

কখনও শোনা গিয়েছে, মধুমিতা নাকি প্রথম সারির এক প্রযোজনা সংস্থার হাফ মালিকের ঘনিষ্ঠ। আবার প্রতীম ডি গুপ্তার ছবি ‘লাভ আজকাল’ করতে গিয়ে তার নাম জড়িয়েছিল নায়ক অর্জুন চক্রবর্তীর সঙ্গেও। যদিও এসব নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই মধুমিতার।

এস ইসলাম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category