কবি: গুলজার রহমান
কাঁদো বিশ্ব মুসলিম কাঁদো!
মহিমান্বিত রজনিতে কাঁদো
কুকর্মের অনুশোচনায় কাঁদো!
উভয় জাহানে নাজাত পেতে কাঁদো।
স্রষ্টার সান্নিধ্য পেতে কাঁদো!
অনন্ত জিন্দেগির সুখ পেতে কাঁদো!
পাপ ও কলুষ মুক্ত হতে কাঁদো!
ঈমানের জযবা পেতে কাঁদো!
নিজের অক্ষমতার তরে কাঁদো!
কৃতকর্মের অনুশোচনায় কাঁদো!
আল্লাহর ভয়ে কামিয়াবি পেতে কাাঁদো!
দ্বীন-দুনিয়ার নাজাত পেতে কাঁদো!
কাঁদো মুমিন কাঁদো
ভয়াবহ আজাবের তরে কাঁদো
পরীক্ষায় উত্তির্ন হতে কাঁদো
অহংকার, গর্ব খর্ব করে কাঁদো।
ইবাদত বন্দেগী কবুল হতে কাঁদো
দুনিয়ার বালা মছিবতে তরে কাদোঁ।
ভুলের অনুশোচনায়
অনুতপ্ত হয়ে কাঁদো
রাজি খুশির লয়ে কাঁদো!
কাঁদো রে মুমিন কাঁদো-!
কান্নায় অশ্রুসিক্ত ফরিয়াদ!
সময় থাকতে কর রে সাধন
নইলে সব হবে বরবাদ।
এস সামিউল/
Leave a Reply