কালের সংবাদ ডেস্ক: কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণকালে আব্দুল্লাহ নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
রোববার সকালে শিশুটি কোরআন শিক্ষা গ্রহণ করে বাড়ি ফেরার পথে ওই এলাকার আব্দুল্লাহ নামে এক যুবক শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই যুবককে আটক করে পুলিশে খবর দেয়।
শিশুর মা বলেন, আমার মেয়ে মক্তব থেকে আরবি পড়ে আসার সময় ওই আব্দুল্লাহ নামে যুবকটি বাড়ির জন্য বসার চেয়ার দেয়ার কথা বলে মেয়েকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। সে না যেতে চাইলে তার গলায় ওড়না পেচিয়ে শ্বাসরুদ্ধ করে জঙ্গলে লুকানোর সময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার এসআই জামিরুল ইসলাম জানান, ছোট এক মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ নামে যুবককে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।
এদিকে এলাকাবাসী জানিয়েছেন, এর আগেও এই আব্দুল্লাহ এভাবে শিশু ধর্ষণের দায়ে ১৮ মাস জেল খেটেছে। সে জেল থেকে বেরিয়ে আবারো একই কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এস ইসলাম/
Leave a Reply