এমপি জ্যাকব ও নুরাবাদ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিবন্ধী তানজিলার পরিবার৷ রবিবার (২৪ জানুয়ারি) সকালে প্রতিবন্ধী তানজিলার বাড়িতে যেয়ে তাকে হুইল চেয়ারটি এমপি জ্যাকবের পক্ষ থেকে তুলে দেন নুরাবাদ ইউনিয়নের গণমানুষের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন। হুইল চেয়ারটি পেয়ে প্রতিবন্ধী তানজিলার নেই খুশির শেষ, চোখ মুখে এসেছে আনন্দের ঝিলিক।রতন মাল নামে একজন বৃদ্ধ জানান এই এলাকায় হারুনের প্রতিবন্ধী মেয়ে নিয়ে খুবই অসহায় অবস্থা ছিলেন হারুন।
চেয়ারম্যান সাহেব তাকে হুইলচেয়ার দিয়ে মাবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, এরকম মানবিক চেয়ারম্যান আমরা আগে কখনো দেখিনি তাই আরো কিছু সহযোগীতা করতে পারলে একটু ভালোহতো। বৃদ্ধের কথা শুনে চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়া, হারুনের নামে জেলে কার্ড ও রেশম কার্ডের ব্যাবস্থা করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন।এসময় উপস্থিত ছিলেন, নুরাবাদ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক ফারুক হাং, সহ-সভাপতি জাহাঙ্গীর মাস্টার, যুবলীগের যুগ্ন আহবায়ক লুৎফর পন্ডিত, নুরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজ উদ্দিন গাছি, সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম প্রমূখ।
প্রতিবন্ধীর পরিবারের পক্ষ থেকে বলেন, প্রতিবন্ধী তানজিলার দু’পায়ে কোন ধরনের শক্তি না থাকার কারনে চলাফেরা করতে খুব কষ্ট হয়। কয়েক বার ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা চালানোর পরেও উপকৃত হয়নি। ঔষধ খাওয়ানোর মতো টাকা পয়সা নেই আমাদের৷ চলাফেরার জন্য ওর একটি হুইল চেয়ার খুবই প্রয়োজন ছিল৷ দারিদ্র্যতার কারণে কেনা সম্ভব হয়নি৷ আমাদের নুরাবাদ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়া ও এমপি মহোদয় হুইল চেয়ারের ব্যবস্থা করে দেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ আল্লাহ ওনাদের নেক হায়াত দান করুন৷
Leave a Reply