Sunday, January 24th, 2021
আসছে প্রভাসের নতুন পাঁচ ভাষায় ছবি

আসছে প্রভাসের নতুন পাঁচ ভাষায় ছবি

কালের সংবাদ ডেস্ক:  ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম সেরা তারকা প্রভাস। করোনার বিরতি কাটিয়ে সম্প্রতি তিনি শেষ করেছেন ‘রাধেশ্যাম’ নামে একটি সিনেমার কাজ। সেটি আপাতত মুক্তির অপেক্ষায়। তার আগে নতুন আরও একটি সিনেমার কাজ শুরু করতে চলেছেন ‘বাহুবলী’ খ্যাত এই অভিনেতা।

প্রভাসের নতুন এ প্রজেক্টটির নাম ‘সালার’। ভারতের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ২৬ জানুয়ারি থেকে গোদাবরীখানীতে শুরু হতে যাচ্ছে এ ছবির শুটিং। সেখানে টানা শুটিং চলবে তিন সপ্তাহ ধরে। নির্মাণ শেষে সিনেমাটি ভারতজুড়ে পাঁচটি ভাষায় মুক্তি দেয়ার কথা রয়েছে।

এদিকে ওম রাউতের পরিচালনায় ‘আদি পুরুষ’ নামে একটি ছবির কাজ হাতে রয়েছে প্রভাসের হাতে। ৪০০ কোটি টাকা বাজেটের এই ছবিতে বলিউডের নবাব সাইফ আলি খানকেও দেখা যাবে। এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করবেন দুই ইন্ডাস্ট্রির দুই মেগাস্টার।

এছাড়া মহানতি নাগ অশ্বিনের পরিচালনায়ও একটি ছবিতে কাজ করবেন প্রভাস। সেখানে তার নায়িকা হিসেবে বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোন থাকবেন বলে গুঞ্জন। আপাতত সবই রয়েছে আলোচনার পর্যায়ে।

একে  খন্দকার/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category