কালের সংবাদ ডেস্কঃ আর্জেন্টিনা ও রিভারপ্লেট তারকা জুলিয়ান আলভারেজকে দলে ভিড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। কিছুদিন পরই আলভারেজ যোগ দেবেন সিটির সঙ্গে। আগামী জুলাই মাসে ইতিহাদে সিটির ক্যাম্পে আসবেন তিনি। এই আর্জেন্টাইন প্রতিভা আসার পর চলে যেতে হবে ব্রাজিলীয় তারকা গ্যাব্রিয়েল জেসুসকে।
শুধু জেসুস নয়, সিটি রাহিম স্টার্লিংকেও বিক্রি করে দেবে বলে শোনা যাচ্ছে।
বেশ কিছু ক্লাব আলভারেজকে ধারে পাওয়ার আগ্রহ দেখালেও ম্যানসিটি রাজি হয়নি। ক্লাব কতৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলভারেজ তাদের সঙ্গেই থাকবে। দলবদলবিষয়ক নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, ‘গত ফেব্রুয়ারি থেকে পাঁচটিরও বেশি ইউরোপীয় ক্লাব ম্যানসিটির কাছ থেকে জুলিয়ান আলভারেজকে ধারে নিয়ে চেয়েছে। এর মধ্যে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগেরও দুটি ক্লাব। তবে ম্যানসিটি সবসময় জানাচ্ছে যে, সে (আলভারেজ) এখানেই থাকছে। এজন্য ক্লাবটি গ্যাব্রিয়েল জেসুস ও স্টার্লিংকে বিক্রির প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, গুঞ্জন রয়েছে সিটি ছাড়ার পর আর্সেনালে যেতে পারেন জেসুস। আর্সেনাল নাকি এরই মধ্যে অনেক দূর এগিয়েও গেছে। তবে এখনো অনিশ্চিত স্টার্লিংয়ের ভবিষ্যৎ গন্তব্য।
একে আরিফ/
Leave a Reply