এস এম মনির, কালের সংবাদ: তরুণ প্রজন্মের সংগীত শিল্পী রানা স্বাধীনচেতা, ময়মনসিংহের সুতিয়াখালী গ্রামে ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেন করেন তিনি। ছোটবেলা থেকেই গানকে গলায় ধারন করে সুরের সাধনা করে আসছেন এই তরুন কন্ঠ শিল্পী।
খুব ছোট বেলা থেকেই সংগিত ও সুরের সাথে থাকলেও, ২০০১ সালে কে,বি, আই কলেজের নবীন বরন অনুষ্ঠানে নচিকেতার গান গেয়ে সবাইকে চমকে দিয়েই শিল্পী হিসেবে তার প্রথম আত্মপ্রকাশ ।
২০১৭ সালে জি সিরিজের ব্যানারে নিজের লেখা, সুর ও সংগীতে মানচিত্র শিরোনামে তার প্রথম এলবাম “মানচিত্র” প্রকাশ পায় ।
এর পরে তিনি কান্নার মেহফিল নামে আরো ১ টি এলবাম বের করেন।
এলবামের বাইরেও গান করেন কিনা ? জানতে চাইলে তিনি “কালের সংবাদকে” বলেন, আমি প্রায়ই স্টেজ প্রোগ্রাম করি এবং আগামী ১১ই মার্চ (২০১৮) আমি পাবনার ভাঙ্গুরায় সচেতন সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত বই মেলাতে একটা প্রোগ্রামে পার্ফম করতে যাচ্ছি ।
গান নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি ? জানতে চাইলে তিনি বলেন, আমি যতদিন বেঁচে আছি সুর ও সংগীতের সাথেই থাকতে চাই এবং নতুন প্রজন্মকে ভাল কিছু গান উপহার দিতে চাই ।
এসএম/কেএস
Leave a Reply