কালের সংবাদ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রোববার (১৭ নভেম্বর) শুরু হচ্ছে।
এদিকে, যেকোনো ধরনের জালিয়াতি রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।ইতোমধ্যে ভর্তিযুদ্ধের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শনিবার (১৬ নভেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছে অধ্যাপক ড. রশিদুন নবী।
পাঁচটি ইউনিটের আওতায় ২৩টি বিভাগে ১০৬০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৪ হাজার ৮২২টি। ১৭ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে পাঁচদিন ব্যাপী এ ভর্তিযুদ্ধ।
এরপর ১৮ নভেম্বর ‘বি’ ইউনিট, ১৯ নভেম্বর ‘সি’ ইউনিট, ২০ নভেম্বর ‘ডি’ ইউনিট এবং ২১ নভেম্বর ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাঁচটি ইউনিটের মধ্যে ‘এ’, ‘বি’ এবং ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে।
এস ইসলাম/
Leave a Reply